Skip to main content

No Job No Marriage: Is That Fair?

Everyone Aims for a Groom with a Job – Advantages, Disadvantages, and What about the Unemployed Men?

বর্ণপরিচয় । কে, কীভাবে আবিস্কার করেছিলেন?

 বর্ণপরিচয় 


ভূমিকা 

মানুষের মনের ভাব প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম হলো ভাষা। তবে মুখের ভাষা দীর্ঘস্থায়ী নয়, তাই লেখার প্রয়োজন তৈরি হয়। এই লেখাই ধীরে ধীরে রূপ নেয় বর্ণপরিচয়ে। বর্ণপরিচয় বা বর্ণমালার আবিষ্কার কোনো একক ব্যক্তির কাজ নয়, বরং এটি একটি দীর্ঘ সময় ধরে মানুষের চিন্তা, চর্চা ও যোগাযোগের প্রয়োজন থেকেই গড়ে উঠেছে।

প্রাচীন কালের লেখার সূচনা

প্রথমদিকে মানুষ প্রতীক বা চিত্রের মাধ্যমে মনের ভাব প্রকাশ করত। খ্রিস্টপূর্ব প্রায় ৩৪০০ সালে মেসোপটেমিয়ার সুমেরীয়রা ‘কিউনিফর্ম’ নামক চিত্রলিপির মাধ্যমে লিখতে শুরু করে। একই সময়ে মিশরে ব্যবহৃত হতো হায়ারোগ্লিফিক্স, যা ছিল চিত্রভিত্তিক প্রতীক লিপি। যদিও এগুলো ছিল লেখার আদিম রূপ, কিন্তু এখনকার মতো ধ্বনিভিত্তিক বর্ণমালা ছিল না।

ধ্বনিভিত্তিক বর্ণমালার উদ্ভব

লেখার জগতে একটি বিপ্লব ঘটে ফিনিশীয়দের মাধ্যমে, যাঁরা খ্রিস্টপূর্ব প্রায় ১২০০ সালে প্রথম ধ্বনিভিত্তিক বর্ণমালা তৈরি করেন। এটি ছিল ২২টি ব্যঞ্জনবর্ণ নিয়ে গঠিত একটি সংক্ষিপ্ত বর্ণমালা। পরবর্তীতে গ্রিকরা এই বর্ণমালাকে গ্রহণ করে এবং তাতে স্বরবর্ণ যুক্ত করে। গ্রিকদের হাত ধরে এই বর্ণমালা রোমান (ল্যাটিন) লিপিতে রূপ নেয়, যেখান থেকে আজকের ইংরেজি বর্ণমালার জন্ম।

বাংলা বর্ণমালার ইতিহাস

বাংলা বর্ণমালার মূল উৎস হলো ব্রাহ্মী লিপি, যা খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে ভারতবর্ষে ব্যবহৃত হতো। ব্রাহ্মী থেকে ক্রমান্বয়ে সিদ্ধম, নাগরী, এবং বঙ্গাক্ষর উদ্ভূত হয়। এই বঙ্গাক্ষরই পরে রূপ নেয় আধুনিক বাংলা লিপিতে। বাংলা বর্ণমালায় রয়েছে ১১টি স্বরবর্ণ, ৩৯টি ব্যঞ্জনবর্ণ এবং অসংখ্য যুক্তাক্ষর।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান

বাংলা ভাষার শিক্ষায় যুগান্তকারী পরিবর্তন আনেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ১৮৫৫ সালে তিনি রচনা করেন বিখ্যাত পাঠ্যবই “বর্ণপরিচয়”, যা শিশুদের জন্য বাংলা বর্ণমালা শেখার একটি সহজ ও কার্যকর উপায় হিসেবে গড়ে ওঠে। তিনি স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণকে সহজভাবে সাজিয়ে উপস্থাপন করেন, যার ফলে শিশুদের শেখার পথ সুগম হয়। তাঁর এই কীর্তি আজও বাংলা ভাষা শিক্ষার ভিত্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে।

উপসংহার

বর্ণপরিচয়ের ইতিহাস আসলে মানব সভ্যতার জ্ঞান ও চিন্তার বিকাশের ইতিহাস। এটি কোনো একদিনে বা একজন মানুষের মাধ্যমে হয়নি। তবে বাংলায় প্রথম সংগঠিত ও কার্যকর বর্ণপরিচয়ের সূচনা হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাতে। তাঁর অবদান বাঙালি জাতির শিক্ষার ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে।


Comments

Popular posts from this blog

Disclaimer

  Disclaimer Welcome to Uniknow , where the past, present, and future collide in a world of discovery! Our mission is to bring you intriguing, lesser-known facts—both old and new—through thought-provoking articles. However, before you dive into this universe of information, please take a moment to read our disclaimer . For Informational & Educational Purposes Only The content on Uniknow is designed to spark curiosity and expand understanding. While we strive for accuracy, some information may be based on historical records, research, or theories that evolve over time. We encourage readers to cross-check facts with credible sources when necessary. No Professional or Absolute Authority We are storytellers, explorers, and knowledge seekers—but we are not legal, medical, financial, or scientific professionals. The information provided should not be considered expert advice. For critical matters, please consult a qualified professional. External Links & Third-Party Content Our ...

About us

Uniknow  is a dynamic online platform dedicated to sharing a vast array of information across multiple disciplines. It serves as a hub for knowledge seekers, offering well-researched and insightful articles on history, current events, music, dance, drama, film, and much more. This website is designed to be an all-encompassing source of information, catering to readers with diverse interests. Whether you are passionate about exploring historical events that shaped the world, staying updated on the latest global happenings, or delving into the fascinating realms of arts and culture, Universe of Knowledge has something for you. The history section covers a wide range of topics, from ancient civilizations to modern-day revolutions, providing readers with in-depth perspectives on the past. The current events segment keeps users informed about global affairs, politics, and social changes, ensuring they stay updated on important issues. For those interested in the arts, the website offers...

Contact us

Contact us Thank you for visiting Universe of Knowledge! We’d love to hear from you. Whether you have questions, feedback, or collaboration ideas, feel free to reach out. How to Reach Us 📧 Email For general inquiries, partnerships, or support, email us at: Email  👈 click here 📍 Address Our first office address is:- Chotanakdana village, Goaltor police station, west Medinipur district, West Bengal, PIN-721157 Our 2nd office address is:- Mangrul village, Chandrakona police station, west Medinipur district, West Bengal, PIN- 721232 Contact Form Fill out our online form  Contact us for a quicker response. We value your feedback and look forward to connecting with you !